• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লিটনকে নিয়ে মুখ খুললেন তার স্ত্রী 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৩:৩০ পিএম
লিটনকে নিয়ে মুখ খুললেন তার স্ত্রী 

টাইগারদের ওপেনিং ব্যর্থতা নতুন নয়। প্রতি ম্যাচেই ব্যর্থতার ছাপ রেখে যাচ্ছেন ওপেনিং জুটি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে টাইগার ওপেনারদের নিয়ে চলতে থাকে বিভিন্ন ট্রল। এবার ট্রলেরಌ কারণে ক্ষেপেছেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা।

বেশ কিছুদিন ধরেই লিটনের ব্যাটে নেই রান। তাই নানারকম ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। এমনকি দেশের কয়েকটি ই-কমাܫর্সের ফেসবুক পেইজে লিটনের রান সংখ্যার ওপরে ডিসকাউন্ট ঘোষণা দেয়। এই ঘটনা কোনো ভাবেই নিতে পারেননি লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। নিজের সোশ্যাল সাইট অ্যাকাউন্টে তিনি এর প্রতিবাদ🎐 জানান তিনি। 

লিটনের স্ত্রী সঞ্চিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে✱ বা খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত।"

খারাপ পারফরম্যা🍸ন্স করলে ট্রল বা কথা শুনতে হবে এমনটা স্বাভাবিক। কিন্তু কারও নাম নিয়ে যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের প্রচারণা করে তা খারাপ বলে মনে করে🉐ন লিটনের স্ত্রী। 

সঞ্চিতার আরও বলেন, "কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেইজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে🍃 ফেলি! একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার!"

Link copied!